আজ রাজধানীতে ৩টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির

SHARE

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার কার্যক্রম জোরদার করেছে জামায়াতে ইসলামী।

রোববার (জানুয়ারি) রাজধানী ঢাকার তিনটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীদের সমর্থনে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্র জানায়, রোববার সকাল ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেনের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াত আমির ছাড়াও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেবেন।

দুপুর ২টায় গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি জনসভা।

এছাড়া বিকাল ৪টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহর পক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।

এসব জনসভাতেও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা বক্তব্য দেবেন। তিনটি জনসভা সফলের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।