নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই: সিইসি

SHARE

নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে বিদেশি কূটনীতিকদের জানাতে নির্বাচন কমিশনের আয়োজিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনে কর্মরত রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন।

বৈঠকের পরে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, “আমরা চাই অলমোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন। যাতে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই। অ্যাম্বাসাডাররা অত্যন্ত খুশি।”

কূটনীতিকরা পোস্টাল ভোট, নির্বাচনের সময় কী পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হবে এমন সব বিষয়ে প্রশ্ন করেছেন বলে জানান সিইসি।

“আমরা বুঝিয়েছি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে” বলেন মি. উদ্দিন।

সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হবে বলে জানান তিনি।

ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি।