
সদরঘাটের নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল হক জানান, আজ ভোরে সদরঘাটে একটি লঞ্চের রেলিংয়ের বাইরের অংশে দাঁড়িয়েছিলেন শাজাহান। এ সময় আরেকটি লঞ্চ ওই লঞ্চটিকে ধাক্কা দিলে শাজাহান দুই লঞ্চের মাঝে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে আটটায় চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।