হিলিতে ৭০০ বোতল ফেনসিডিলসহ আটক ৪

SHARE

হিলির বাসুদেবপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ চার মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটককৃ ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার কাঁকরাপালি গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রাব্বানী, নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে image_98206_0হাসান আলী,একই এলাকার মৃত আকুমদ্দিনের ছেলে মোত্তালেব, একই উপজেলার কুরাহটি এলাকার আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম।

আটককৃতদের হাকিমপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, রোবাবার ভোরে একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারীর একটি দল ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল দেশে পাচার করে আনছে- এমন  সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল চন্ডিপুর মাঠে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে আটটি বস্তায় ৭০০ বোতল ফেনসিডিল সহ চার মাদক পাচারকারীকে আটক করা হয়।