দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

SHARE

২৪আওয়ার রিপোর্ট  :  তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসস’র।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানটি ভুটানের পারো বিমানবন্দর থেকে রওনা হয়। সেখানে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও থিম্পুতে ঢাকার রাষ্ট্রদূত যিষ্ণু রায় চৌধুরী প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভুটানের স্কুলশিক্ষার্থীরা বিদায় সংবর্ধনা দেয়। এছাড়া থিম্পুর লো মেরিডিয়ান হোটেল থেকে বিমানবন্দর সড়কের দুই পাশ বাংলাদেশ ও ভুটানের পতাকা দিয়ে সজ্জিত করা হয়।

তিন দিনের সফরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ভুটান গিয়েছিলেন। সেখানে তিনি আন্তর্জাতিক অটিজম সম্মেলনে অংশ নেন। সফরে প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ও রানি জেটসান পেমার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

সফরে অটিজম বিষয়ে আন্তর্জাতিকভাবে কাজ করে যাওয়া প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদও ছিলেন।