২৪আওয়ার ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ বৃহস্পতিবার। কারণ আজই বহুল আলোচিত পানাপা পেপারস দুর্নীতি মামলায় রায় দিবে সুপ্রিম কোর্ট। এ নিয়ে পাকিস্তানের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান নেতা-কর্মীদের আগামী তিনদিন ইসলামাবাদে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রায়ে দোষী সাব্যস্ত হলে প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন নওয়াজ শরিফ। আর খালাস পেলে তিনি কঠিন একটা পথ অতিক্রম করবেন যা রাজনীতিতে তাকে সুবিধাজনক অবস্থায় এনে দেবে।
এর আগে ২০১২ সালে ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননা মামলায় প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের বিরোধীদলগুলো আশা করছে, নওয়াজ শরিফের বেলায়ও তাই হবে। পারিবারিক দুর্নীতির কারণে আদালত তাকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করবেন।