যশোরের অভয়নগরে রাজু ওয়েস্ট কটন রিফাইনারী মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভাঙ্গাগেট এলাকায় ওই ফ্যাক্টরির পেছন রাখা পুরাতন কটনের বান্ডিল থেকে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
মিলে কর্মরত শ্রমিকরা জানান, ফ্যাক্টরির পেছন রাখা পুরাতন কটনের বান্ডিল থেকে মিলে আগুন ধরে যায়। মুর্হূতেই আগুন মিলের চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর মিল কর্তৃপক্ষ আগুনের বিষয়টি নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে জানায়।
সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ১০/১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ জানায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।