ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় অংশীদারি আরো গভীর করার বিষয়ে একমত হন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুক্রবার দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শ্রীমতি ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছি। আমরা আগামী বছরগুলোতে ভারত-ভেনেজুয়েলা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন লক্ষ্য নিয়ে সব ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিআরো গভীর ও সম্প্রসারণে একমত হয়েছি।
’
দুই নেতার এই আলাপচারিতা চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনার পর অনুষ্ঠিত হলো।
এর আগে, ৪ জানুয়ারি ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করে এবং জানায়, পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ভারত ভেনেজুয়েলার জনগণের কল্যাণ ও নিরাপত্তার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিষয়গুলো সমাধানের আহ্বান জানাই, যাতে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।
কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগে রয়েছে এবং সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান অব্যাহত রাখবে।’
সূত্র : এএনআই




