প্যারাগুয়েকে ৬ গোল দিয়ে ফাইনালে আর্জেন্টিনা

SHARE

arjentina1আর মাত্র নব্বই মিনিটের লড়াই৷রবিবাসরীয় ভোররাতে চিলিকে হারাতে পারলেই কোপা আমেরিকার শিরোপা উঠবে লিওনেল মেসিদের মাথায়৷বুধবার প্যারাগুয়ের বিরুদ্ধে মেসি-ডি মারিয়াদের ফুটবল দেখার পর মনে হচ্ছে তাদের কোপা চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা৷

এদিন চোখ ধাঁধানো কপপ্লিট ফুটবল খেলে প্যারাগুয়ে ৬-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা৷নীল-সাদা জার্সিধারীদের হয়ে অ্যানহেল ডি মারিয়া করলেন জোড়া গোল। মার্কোস রোজো ও জেভিয়ার পাস্তোরে, সার্জিও অ্যাগুয়েরো ও গঞ্জালো হিগুয়েন একটি করে গোল করলেন। নিজে গোল না-পেলেও চারটি গোল করালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস ব্যারিওস।

এদিন চিলির কনসেপসিয়নে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিক৷ম্যাচের ১৫ মিনিটে মেসির সেই ফ্রি-কিকেই বিপক্ষের জাল ছিঁড়ে দেন রোজো৷গোলের শুরু রোজোর হাতে৷আর্জেন্টিনা প্রথম গোলের পরেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে৷ম্যাচের ২৭ মিনিটে আবারও সেই মেসির পাস৷গোল করতে বিন্দুমাত্র ভুল করলেন না পাস্তোরে৷ম্যাচের ২৭ মিনিটেই দু’গোলে এগিয়ে গেল জেরার্ডো মার্টিনোর ছেলেরা৷দু’গোলে পিছিয়ে পড়া প্যারাগুয়েকে ম্যাচে ফেরান লুকাস ব্যারিওস। ৪৩ তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে রোমেরোকে পরাস্ত করেন সান্তা ক্রুসের বদলে নামা এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বের আর্জেন্টিনার বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও গোল করেছিলেন এই ব্যারিওস। এদিনও গোল এলো তার কাছ থেকে৷

বিতীয়ার্ধের শুরুতেই ব্যাক-টু-ব্যাক গোল করে আর্জেন্টিনার হয়ে একপ্রকার ম্যাচ পকেটে পুরে দেন মারিয়া৷৪৭তম মিনিটে পাস্তোরের বাড়ানো বল নিচু শটে প্যারাগুয়ের জালে জড়িয়ে দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডর এই অ্যাটাকিং মিডিং। এরপর ৫৩তম মিনিটের গোলটি দি মারিয়ার দ্বিতীয় গোলেও সেই মেসির অবদান রইল৷মেসি থেকে পাস্তোর হয়ে গোল৷ম্যাচের ৮০তম মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর সুবাদে আর্জেন্টিনার পাঁচ নম্বর গোলটা চলে আসে। মারিয়ার ক্রসে ম্যান সিটি’র সুপারস্টারের বুলেট শট হেড জাল ছিঁড়ে দেয়৷অ্যাগুয়েরোর গোলের তিন মিনিটের মধ্যেই প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হিগুয়েন৷নাপোলির এই ফরোয়ার্ডের গোলেও দুর্দান্ত পাস এলো মেসির থেকে৷

প্রথম সেমি-ফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল চিলি৷রোববার চিলিকে হারাতে পারলেই কোপার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়া উরুগুয়ের (১৫টি) পাশে বসবে আর্জেন্টিনা৷