বান্দরবানে বন্যায় সড়ক যোগাযোগ বন্ধ, শহরে পানি

SHARE

bonnaপ্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের বন্যা পরি্স্থিতির আরো অবনতি হয়েছে। জেলা শহরের সঙ্গে সারা দেশের যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ এলাকায় নদীর পানি প্রবেশ করেছে।

পানিতে তলিয়ে গেছে শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, ওয়াপদা ব্রিজ, সুলতানপুর, ইসলামপুরসহ বেশ কয়েকটি এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে বান্দরবান শহরের সহস্রাধিক মানুষ। শহরের স্কুলগুলোতে লোকজন আশ্রয় নিয়েছে।

জেলার সাংঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার কয়েক ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে নদীর পানি প্রবেশ করেছে। এ তিনটি উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে লামা আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩০ হাজারে বেশি মানুষ। প্রবল বর্ষণের কারণে পাহাড়ধসে প্রাণহানীর আশশঙ্কা করা হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, পরিস্থিতি মোকাবেলার জন্য ত্রাণ শাখা থেকে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।