এবার সেলফির বলি পাক কিশোর

SHARE

pak policeপাকিস্তানে সেলফি তুলতে গিয়ে মারা গেছে ১৫ বছরের এক কিশোর। খেলনা বন্দুক নিয়ে ছবি তোলার সময় পুলিশের গুলিতে সে মারা যায়।

নিহত কিশোরের নাম ফারহান। সে তার বন্ধু ফাহাদকে(১৪) নিয়ে পাঞ্জাবের এক সড়কে দাঁড়িয়ে সেলফি তুলছিল। হাতে ছিল একটি খেলনা বন্দুক। ফেসবুকে পোস্ট করার জন্যই ‘ডন’ পোজ দিয়ে ছবি তুলছিল স্কুলে পড়ুয়া ওই দুই বন্ধু। কিন্তু  ‍বুদ্ধু পুলিশ কী আর অত শত বোঝে!

ভাবলো রাস্তায় ডাকাত পড়েছে। কিছু না ভেবেই দিল গুলি চালিয়ে। এতে গুরুতর আহত হয় দুই কিশোর। আহতদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মঙ্গলবার রাতে মারা যায় ফারহান।

এ ঘটনায় চার পুলিশকে বরখাস্ত করেছে পাঞ্জাব প্রশাসন। এছাড়া হত্যাকাণ্ডের ওপর একটি বিচারিক তদন্ত দলও গঠন করা হয়েছে।

ফারহানের পরিবার বলছে, দুই বন্ধু মিলে সেলফি তোলার সময় গুলি চালিয়েছিল পুলিশ। তাদের অভিযোগ গুলি চালানোর আগে কোনোরকম ওয়ার্নিং  দেয়নি পুলিশ। এটি স্রেফ হত্যা।