সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড

SHARE
court26সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বাড়িতে গিয়ে তদন্তের নামে ভয়ভীতি দেখানোর অভিযোগে খালেদ সাইফুল্লাহ (২২) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ১১টার দিকে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরীফি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
এর আগে রাত ৯টার দিকে সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের শ্যামনগর উপজেলাধীন লক্ষ্মীপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে বাজেট অধিবেশন চলায় এ সময় সংসদ সদস্য জগলুল হায়দার বাড়িতে ছিলেন না।
সাজাপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহর বাড়ি জেলার আশাশুনি উপজেলায়।
সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরীফি জানান, সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বাড়িতে গিয়ে খালেদ সাইফুল্লাহ নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। এ সময় তিনি বাড়ির নারীদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষে তদন্ত করতে সেখানে গিয়েছেন বলে জানান। পরে ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমাণিত হওয়ায় ও তদন্তের নামে ভয়ভীতি দেখানোর দায়ে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।