বাংলাদেশে একমাত্র আমরাই ইসলামি দল: চরমোনাই পীর

SHARE

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘বিএনপি বা জামায়াত নয়, বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স একটাই, আর সেটি হলো হাতপাখা। আমরাই একমাত্র ইসলামী দল।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কুড়িগ্রাম- ১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল বারী রনির হাতে হাতপাখা তুলে দিয়ে বলেন, আপনাদের কাছে আমানত রেখে গেলাম। রনিকে হাতপাখায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তিনি বলেন, ভোট হলো পবিত্র আমানত। পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায়। ১২ ফেব্রুয়ারি যে ভোট হবে সেখানে অনেক দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবে। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে দেখা যায় কে বেশি এলাকায় উন্নয়ন করবে। কে আমাদের সঙ্গে সম্পর্ক করবে। আর জাতীয় নির্বাচন হলো যে নির্বাচিত হবে তিনি সংসদে গিয়ে আইন পাশ করবে। সেই আদর্শে দেশ চলবে। দেশ কোন আদর্শে চলবে সেই ভোট দেয়ার নামই জাতীয় নির্বাচন। বিএনপি প্রচলিত আইনে দেশ চালাবে। জামায়াতের ১১ দলীয় জোট নির্বাচিত হলে তারাও প্রচলতি আইনে দেশ চালাবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে ইসলামী নিয়ম আদর্শে দেশ চালাবে।

বিএনপি ও যুবদলের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবি জামায়াতের

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রার্থী হারিসুল বারী রনি। তিনি তার বক্তব্যে বলেন, এ আসনে ইতোপূর্বে নির্বাচিত হয়েছে কেউ জনগণের জন্য কাজ করেনি। আমি নির্বাচিত হলে এলাকার যোগাযোগ উন্নয়ন হবে। মাদক থাকবে না। মানুষের স্বাস্থ্য সুরক্ষা থাকবে।