শেরপুরে জামায়াত নেতা নিহত, আমিরের কড়া বার্তা

SHARE

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৫০)।

এদিকে এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনার পর বুধবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।