মাদুরো স্টাইলে ট্রাম্পকে তুলে আনার হুমকি ইরানের

SHARE

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুর আজঘাদি। ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এই হুমকি দেন।

সম্প্রতি ইরানের সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের সদস্য আজঘাদি বলেন, ‘ট্রাম্পের অবস্থান বিবেচনা করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে, তাদের সব অঙ্গরাজ্য ও শহরে ধ্বংসাত্মক অভিযানসহ যেকোনো ধরনের অভিযান চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে। মার্কিন কর্মকর্তা এবং তাঁদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে।’

ইরানি এই কর্মকর্তা বলেন, ‘ইরানকে ট্রাম্পের সঙ্গে অবশ্যই তা-ই করতে হবে, যা তারা (যুক্তরাষ্ট্র) মাদুরোর সঙ্গে করেছিল। ট্রাম্পকে তাঁর মেয়াদে বা এর পরেও এই অন্যায়ের মাশুল দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আশা করি, ট্রাম্পকে ধরে আনা হবে।’

চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বাসভবনে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায়। তাঁদের কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে বলে জানান ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করার ঘটনায় তীব্র নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

নিন্দা জানায় ইরান, চীন, রাশিয়া, কিউবা, স্পেন, কলম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ হিসেবে আখ্যা দেওয়া হয়। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল, আলজাজিরা, বিবিসি