বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের স্বীকৃতি পেল বিপিএল

SHARE

‘আইপিএল ও বিগব্যাশের পর সেরা লিগ বিপিএল’ – কথাটা যখন বলেছিলেন, তখনই সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তখনও শীর্ষ লিগের ধারেকাছেও ছিল না বিপিএল। এরপর থেকে বিপিএলের মানের গ্রাফ স্রেফ নিচের দিকেই নেমেছে। এবার বিপিএলের কপালে আরও এক লজ্জাজনক এক তকমা জুটে গেল। বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেয়ে গেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি।

আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবস্থান দশম। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’।

বিপিএল ক্রিকেট বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু জনপ্রিয় হওয়া তো দূরের কথা, বিপিএলের মান ক্রমশ নিচের দিকে নামছে। নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে বিপিএল আন্তর্জাতিক গণমাধ্যমেরও চোখ এড়ায় না, সেটা বোঝা গেল এবার দ্য ক্রিকেটারের পর্যালোচনায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যালোচনা করে তাদের তৈরি র‌্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ হিসাবে চিহ্নিত হয়েছে বিপিএল।

চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করেছে দ্য ক্রিকেটার। সেগুলো হলো- বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি লিগের মধ্যে চালানো এই পর্যালোচনায় বিপিএল তিনটি ক্যাটাগরিতেই রয়েছে দশ নম্বরে। শুধু স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি ২০ রয়েছে দশম স্থানে, যেখানে বিপিএল নবম।

‘দ্য ক্রিকেটার’ জানিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে কম রেটিং পেয়েছে লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাদের মতে, ‘সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট এলপিএল এবং বিপিএল, যেগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ লেগেই আছে।’