মা-বোনদের উদ্দেশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কর্মীরা কেউ বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে ধরিয়ে দেবেন-যাতে বয়ান দেওয়ার আর সুযোগ না পান। এমন মন্তব্য করেছেন সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পাপিয়া নতুন ভোটারদের উদ্দেশে বলেন, আবু সাইদ ও মুগ্ধদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য পিকনিক পার্টির খপ্পরে পড়া যাবে না। এসব পিকনিক পার্টি বন্ধ করতে হবে।
তিনি বলেন, জামায়াত সারাজীবন বিএনপি ও আওয়ামী লীগের দয়ায় বড় হয়েছে। এখন নাবালকরা আবার সাবালক হচ্ছে। নির্বাচনে দুই নম্বর হবেন, না তিন নম্বর হবেন-ওটা জাতীয় পার্টির সঙ্গে প্রতিযোগিতা করেন। সেগুলো বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন আপনারা। এমন ডগবগানি করছে, ঠিক যেমন কিশোরী থেকে মেয়েরা তরুণী হয়-তেমন।
এ সময় সভায় অভিযোগ করে বিএনপি নেত্রী পাপিয়া বলেন, জামায়াতের সাবেক এমপি কোনো উন্নয়ন কাজ করেননি। তিনি উপস্থিত ভোটারদের প্রতি তাঁর স্বামী ও চারবারের সাবেক এমপি হারুনুর রশীদকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. হারুনুর রশীদ। এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




