গার্দিওলার চোখে মেসি সর্বকালের সেরা

SHARE

gardi messiলিওনেল মেসি কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটি তো বার্সেলোনার কোচ থাকাকালীন সময়েই দেখেছেন। বায়ার্নের মিউনিখের কোচ হিসেবে তা আরেকবার দেখলেন পেপ গার্দিওলা।

এই আর্জেন্টাইন জাদুকরের নৈপুণ্যে জার্মান জায়ান্টদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। গার্দিওলা তাই এক বাক্যেই বলে দিলেন, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচে বায়ার্ন ৩-২ গোলে জিতলেও মূল পার্থক্যটা গড়ে দেন মেসি। ন্যু ক্যাম্পে মেসিময় প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পায় কাতালানরা।

দুই লেগ মিলে ৫-৩ গোলের ব্যবধানে জিতে পঞ্চম শিরোপা থেকে এক ধাপ দূরে স্প্যানিশ জায়ান্টরা।

এক প্রেস কনফারেন্সে গার্দিওলা বলেন, মেসি সেরা ফর্মে থাকায় আমি খু্বই খুশি। সে সত্যিই অবিশ্বাস্য। বার্সার কোচের দায়িত্বে থাকাকালেও সে দুর্দান্ত ছিল।

তার মতো একজন বিশ্বমানের ফুটবলারকে স্বচক্ষে দেখাটা আমাদের জন্য সৌভাগ্যই বটে। পেলের সঙ্গে তুলনা না করলেও তাকে আমি সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেই মনে করি।

স্প্যানিশ কোচ আরও বলেন, প্রথম লেগ শেষে হতাশা থাকলেও নিজেদের মাঠে আমরাই ফেভারিট ছিলাম। দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।

বার্সাকে অভিনন্দন। আশা করছি, তারা বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতে পঞ্চম শিরোপা ঘরে তুলবে।