জাপানে ভূকম্পন অনুভূত

SHARE
japan13জাপানে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।
বুধবার সকাল ৬ টা ১২ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের প্রধান দ্বীপ হনশু’র টোহোকুতে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূকম্পনের মাত্রা ৬ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল জাপানের মরিকার ১১৯ কিলোমিটার দূরে ৩৯ কিলোমিটার গভীরে।
জাপানের প্রধান সম্প্রচার সংস্থা এনএইসকে জানায়, ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায় নি।
স্থানীয় একটি বিদ্যুৎ সরবরাহকারি কোম্পানির মুখপাত্র জানায়, ভূমিকম্পে নিকটবর্তী কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হয় নি। তবে ওই এলাকায় ট্রেন যোগাযোগব্যবস্থা সাময়িক বিঘ্নিত হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি সর্তকতা জারি করে এমন একটি সংস্থা প্যাসিফিক সুনামি সর্তক কেন্দ্র জানায়, এ ভূকম্পনের ফলে কোন ধরণের সুনামির সর্তকবার্তা নেই।
চার বছর আগে একই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছিল। খবর: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।