খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী, অভিযোগ মায়ের

SHARE

অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর মিললেও এবার তার মা রানি কাপুর বিস্ফোরক দাবি করেছেন—ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে। গত ১২ জুন ব্রিটেনে পোলো খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন সঞ্জয় কাপুর। প্রাথমিকভাবে বলা হয়, একটি মৌমাছি গিলে ফেলায় তার মৃত্যু হয়।

তবে মৃত সঞ্জয়ের মা রানি কাপুরের দাবি, এটা ছিল এক ‘সুপরিকল্পিত খুন’। তার কথায়, ‘‘নতুন কিছু প্রমাণ আমার হাতে এসেছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—এটা নিছক দুর্ঘটনা নয়, এটি একটি চক্রান্ত।’’

রানি কাপুর ব্রিটিশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, এই ষড়যন্ত্রে শুধু ব্রিটেন নয়, ভারত এবং সম্ভবত আমেরিকারও অনেক প্রভাবশালী মানুষ জড়িত থাকতে পারেন।

এখানেই শেষ নয়।
রানি কাপুর আরো অভিযোগ করেছেন, সঞ্জয়ের মৃত্যুর পর তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অর্থ লেনদেন করতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর। রাজকীয় সেই বিয়ে নিয়ে বলিউডে দীর্ঘদিন আলোচনা চলেছে।
তবে তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি। ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০১৬ সালে এই দম্পতির ডিভোর্স হয়। শোনা যায়, বিচ্ছেদের সময় কারিশমা মোটা অঙ্কের ভরণপোষণ হিসেবে সঞ্জয়ের কাছ থেকে ৭০ কোটি টাকা নেন।