জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র পাঠ করবেন। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া এভিনিউতে মূল মঞ্চ নির্মাণ করা হচ্ছে।
সড়কের বিভিন্ন স্থানে বসানো হয়েছে বড় আকারের ডিজিটাল স্ক্রিন। শিগগিরই ব্যানার-ফেস্টুন টানানো হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে পানীয় জল ও পাবলিক টয়লেটের ব্যবস্থা। পাশাপাশি জরুরি চিকিৎসা ও অন্যান্য সহায়তার জন্য বিশেষ বুথ তৈরি করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানসূচির শিরোনাম রাখা হয়েছে ‘৩৬ জুলাই উদযাপন’। সূচি অনুযায়ী, অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। আর রাত ৮টায় সমাপনী আয়োজন হিসেবে পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
অনুষ্ঠানের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। বিএনপিসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে সব দল সম্মতিও জানিয়েছে।
গতকাল শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, ‘আগামী মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, বিকেল পাঁচটায় গণ-অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।’