দারুণ বোলিংয়ে ম্যাচের শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান তুলেছে সফরকারীরা। ১৩৪ রানের লক্ষ্য ছুঁতে এখনো প্রয়োজন ১১৭ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট ও ৮৪ বল।
ইনিংসের শুরুতে নতুন বলে আস্থা রাখা হয় স্পিনার শেখ মেহেদীর ওপর। ভালো লাইন-লেংথে বোলিং করে ওভারের শেষ বলে সায়িম আইয়ুবকে রান আউট করে দেন তিনি। এরপর দ্বিতীয় ওভারেই শরিফুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ হারিসকে, যিনি গোল্ডেন ডাকেই সাজঘরে ফেরেন।
তৃতীয় ওভারে ফের ব্যাট হাতে ব্যর্থ হন অভিজ্ঞ ফখর জামান। শরিফুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ৮ বলে ৮ রান।
চাপ বাড়িয়ে দিয়ে পঞ্চম ওভারে আক্রমণে আসেন তানজিম হাসান সাকিব। তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন হাসান নাওয়াজ। পরের বলেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাওয়াজ। ফলে মাত্র ১৫ রানে পাকিস্তান হারায় প্রথম পাঁচ উইকেট।
বাংলাদেশের বোলারদের সুসংগঠিত আক্রমণে চরম বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। এখনো জয়ের জন্য অনেক পথ পাড়ি দিতে হবে তাদের, কিন্তু প্রতিপক্ষের ছড়ানো ফাঁদে সেই পথটা আরও কঠিন হয়ে উঠছে প্রতি ওভারেই।