বিরাট কোহলির জয়ের উদযাপনেই ১১ জনের মৃত্যু, শোকাচ্ছন্ন শোবিজ অঙ্গন

SHARE

আইপিএলে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথমবারের মতো শিরোপা জয় ইতিহাসের পাতায় লেখা হয়ে গেলো এক ভয়াবহ ট্র্যাজেডির ছায়া নিয়ে। দলের জয়ের ঠিক পরদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত বিজয় উৎসবেই প্রাণ হারালেন ১১ জন সমর্থক, আহত হয়েছেন শতাধিক।

৪ জুন সন্ধ্যায় আয়োজিত ছিল কোহলিদের জয়ের উদযাপন। হাজার হাজার সমর্থক প্রিয় তারকাদের একঝলক দেখতে স্টেডিয়ামের বাইরে ভিড় করেন। ভিড়ের চাপে শুরু হয় ঠেলাঠেলি, এরপর বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে অপরকে টপকে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ১১ জনের।

এই মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছে পুরো শোবিজ অঙ্গন। অভিনেত্রী আনুশকা শর্মা, কোহলির স্ত্রী, ইনস্টাগ্রামে আরসিবির শোকবার্তা শেয়ার করে নিজের হৃদয়ের ভার প্রকাশ করেছেন।
অভিনেতা সোনু সুদ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কোনও উদযাপনই জীবনের চেয়ে বড় নয়। বেঙ্গালুরুর এই ঘটনার জন্য আমি গভীরভাবে মর্মাহত।”
আর মাধবন ইনস্টাগ্রামে লেখেন, “আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। দয়া করে নিরাপদে থাকুন।”
কমল হাসানও শোক জানিয়ে বলেন, “এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।”
অভিনেতা বিবেক লিখেছেন, “একটি আনন্দের মুহূর্ত এভাবে দুঃস্বপ্নে রূপ নেবে, ভাবা যায় না।”

প্রথমবারের মতো আইপিএল ট্রফি হাতে পেয়ে কোহলি ও তার দল বিজয়োল্লাসে মেতে উঠলেও, সেই উদযাপনই রক্তাক্ত স্মৃতি হয়ে থাকবে বেঙ্গালুরুর হাজারো সমর্থকের মনে। প্রশাসনের ব্যর্থতা, ভিড় ব্যবস্থাপনায় গাফিলতি এবং নিরাপত্তার ঘাটতি নিয়েও উঠছে প্রশ্ন।

শোকের ছায়া কেবল ক্রীড়াঙ্গনেই নয়, নেমে এসেছে পুরো বিনোদন জগতেও। বিরাট কোহলির ঐতিহাসিক জয় যে একসাথে বয়ে এনেছে অপূরণীয় ক্ষতির কান্না, তা হয়তো কখনোই ভুলে যেতে পারবে না এই শহর।