ব্রাজিলিয়ান তারকার আরো কাছে ইউনাইটেড

SHARE

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (ওলভস) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে দলে ভেড়ানোর পথে। ইউনাইটেড কুনহার ৬২.৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের শর্ত পূরণ করেছে এবং ওলভস ইতোমধ্যেই তাদেরকে এই ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা করার অনুমতি দিয়েছে।

এর আগে ইউনাইটেড পাঁচ বছর মেয়াদে অর্থ পরিশোধের প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় ওলভস। ক্লাবটি স্পষ্ট জানিয়ে দেয়, পুরো অর্থ দুই বছরের মধ্যে তিন কিস্তিতে পরিশোধ করতে হবে।
এই শর্তে রাজি হয়ে চূড়ান্ত আলোচনায় নামে রেড ডেভিলসরা।

কুনহার মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া খুব দ্রুতই সম্পন্ন হবে বলে জানা গেছে।

২৬ বছর বয়সী কুনহা ২০২৩ সালের জানুয়ারিতে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে ওলভসে যোগ দেন এবং পরবর্তীতে স্থায়ী চুক্তি হয়। ওলভসের হয়ে এখন পর্যন্ত ৯২ ম্যাচে মাঠে নেমে ৩৩টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।