একসঙ্গে আসছেন শাকিব-জয়া

SHARE

দীর্ঘ ৯ বছর পর আবারও একসঙ্গে সিনেমার রুপালি পর্দার স্কিন একসঙ্গে শেয়ার করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা শাকিব খান ও জয়া আহসান। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় দেখা যাবে এ দুই সেলিব্রেটিকে।

সর্বপ্রথম ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শাকিব ও জয়া। এর ৩ বছর পর ২০১৬ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’-তে অভিনয় করেন এ জুটি। এর দীর্ঘ ৯ বছর পর এবার এ জুটি দর্শকদের জন্য নিয়ে আসছে কোরবানি ঈদের নতুন সিনেমা ‘তাণ্ডব’।

ইতিমধ্যে নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে নতুন এ সিনেমার ট্রেলার ও পোস্টার। যা নজর কেড়েছে সিনেপ্রেমীদের। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

এ সিনেমার কাহিনি এগিয়ে গেছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। নির্মাতা রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।

সিনেমায় প্রধান চরিত্র গ্যাংস্টারের অভিনয় করেছেন শাকিব খান। আর পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে রয়েছেন অভিনেতা শরিফুল রাজকে।