বলিউড ভাইজান সালমান খানের ওপর প্রাণনাশের হুমকি গত বছর থেকে দেখা যাচ্ছে। গত বছর এপ্রিলে সালমান খানের অ্যাপার্টমেন্টের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত ছিল বলে প্রমাণ পায় পুলিশ। এরপর নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয় অভিনেতার।
সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই বহিরাগতের প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের বাসায় আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বাই পুলিশ।
গত সোমবার এবং মঙ্গলবার পর পর দুইদিন সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন দুই অনুপ্রবেশকারী। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক নারী ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। ৩২ বছরের সেই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।