টিকটকে লাইভ চলাকালীন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

SHARE

টিকটকে লাইভ চলাকালীন গুলি করে হত্যা করা হয়েছে ২৩ বছর বয়সী মেক্সিকান জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে। মঙ্গলবার এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকাহত মার্কেজের অনুরাগীরা।

বিবিসির প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার (১৩ মে) এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোপান এলাকার একটি বিউটি সেলুনে, যেখানে ভ্যালেরিয়া মার্কেজ কাজ করতেন।
তিনি সে সময় তার অনুসারীদের জন্য টিকটকে লাইভস্ট্রিম করছিলেন। হঠাৎ করেই এক ব্যক্তি সেলুনের মধ্যে ঢুকে পড়েন এবং তাকে গুলি করে দেন। রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে গণমাধ্যমে। এই ঘটনার তদন্ত করছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস।

মেক্সিকোর কর্তৃপক্ষের কর্মকর্তাদের মতে, এই নারীহত্যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে হিংসা, যৌন নির্যাতন, হত্যাকারীর সঙ্গে কোনও সম্পর্ক। গুলি চলার কয়েক সেকেন্ড আগেই ভেলেরিয়া মার্কেজ তাঁর টিকটকে লাইভস্ট্রিমিং করছিলেন। টেবিলে বসে একটি খেলনা হাতে এই লাইভস্ট্রিমিং চলছিল। হঠাৎ তাকে বলতে শোনা যায়, ‘ওই ওরা আসছে।
’ বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শোনা যায়, ‘হেই, ভ্যাল?’। এর উত্তরে ভেলেরিয়া ‘হ্যাঁ’ বলার পরে আর কোনও শব্দ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে শোনা যায় গুলির শব্দ। এক ব্যক্তিকে দেখা যায় ফোন তুলে নিতে। তখনও লাইভস্ট্রিমিং চলছিল।
কিছুক্ষণের জন্য তার মুখ দেখা যায়।

একই লাইভস্ট্রিমে গুলি করার কিছুক্ষণ আগে একটি অজানা ব্যক্তির আগমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভ্যালেরিয়া মার্কেজ। ওই ব্যক্তি তার অনুপস্থিতিতে সেলুনে এসেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি মার্কেজের জন্য একটি দামী উপহার নিয়ে এসেছেন। তবে মার্কেজ লাইভে দর্শকদের জানান, তিনি ওই ব্যক্তির ফিরে আসার বিষয়ে আগ্রহী নন।

টিকটক ও ইনস্টাগ্রামে মার্কেজের প্রায় ২ লক্ষ অনুরাগী ছিল। তিনি নিয়মিত লাইভে সক্রিয় থাকতেন অনুরাগীদের সঙ্গে। তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে মেক্সিকোতে চলমান নারীহত্যা (ফেমিসাইড) সংকটকে আবারও আলোচনায় উঠে এসেছে। জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিষয়ক অর্থনৈতিক কমিশনের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, প্রতি ১ লাখ নারীতে ১.৩ জনের মৃত্যু ঘটে এ ধরনের সহিংসতায়। জালিস্কো রাজ্য, যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা মেক্সিকোর মধ্যে হত্যা সংখ্যা অনুযায়ী ষষ্ঠ অবস্থানে রয়েছে। ডেটা কনসালট্যান্সি সংস্থার রিপোর্ট অনুসারে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের মেয়াদ শুরু হওয়ার পর, অর্থাৎ অক্টোবর ২০২৪ থেকে এখন পর্যন্ত এই রাজ্যে মোট ৯০৬টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।