পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা না কাটলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লাহোর কালান্দার্সের হয়ে খেলায় ফিরছেন এই সাবেক এই অভিজ্ঞ অলরাউন্ডার।
বাংলাদেশের একাধিক গণমাধ্যমকে সাকিব নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানের লিগে খেলার বিষয়টি।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে সাকিব দেশের বাইরে আছেন।
সবশেষ তাকে মাঠে দেখা গিয়েছিলো আবু ধাবি টি-টেন ক্রিকেটে। সেখানে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করেছিলেন এই ক্রিকেটার।
এছাড়া স্বীকৃত ক্রিকেটে সবশেষ গত সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিলেন তিনি। তবে পরের মাসেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো তার।
তবে পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দেশে ফিরতে পারেননি আইসিসি’র সাবেক এই শীর্ষ অলরাউন্ডার।
মাঝে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। পরে আবারো অ্যাকশন পরিবর্তন করে গত মার্চে ক্রিকেটে ফেরার অনুমতি পান তিনি।
তবে ক্যারিয়ারজুড়ে দেশে বিদেশে আলো ছড়ানো এই ক্রিকেটার আইপিএল বা পিএসএলের মত কোন টুর্নামেন্টের নিলামেই দল পাননি।
এবার ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে বিদেশি খেলোয়াড়রা না ফেরায় টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্সের হয়ে ডাক পেয়েছেন সাকিব। এতে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সম্ভাবনা দেখছেন তার ভক্তরা।
এর আগেও পিএসএলে ১৪ ম্যাচ খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলের প্রথম ম্যাচ খেলেন তিনি। এরপর লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির হয়েও খেলেছেন এই ক্রিকেটার।
এই আসরে সাকিব মাঝপথে এলেও শুরু থেকেই লাহোর দলে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
এবারের আসরে ৯ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চারে আছে লাহোর।