ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ১৯

SHARE

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরে আজ সোমবার ভোরে দুটি ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজা সিটির উত্তর-পশ্চিমে তিনটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলার পর আমাদের টিম ১৫ জন শহীদ ও ১০ জন আহতকে খুঁজে পেয়েছে।’

তিনি এএফপিকে বলেন, গাজা সিটির উত্তরে বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলায় অপর চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

১৮ মার্চ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও বোমা হামলা তীব্র এবং স্থল অভিযান বৃদ্ধি করেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসকে চূড়ান্তভাবে পরাস্ত ও অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সামরিক অভিযান জোরদার করছে ইসরায়েল। এর অংশ হিসেবে হাজারো রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে জানানো হয়, গাজায় অভিযানের মাত্রা বাড়াতে সম্প্রতি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে।

আইডিএফ প্রধান ইয়াল জামির বলেন, ‘এই সপ্তাহেই নতুন অভিযানের জন্য রিজার্ভ সেনাদের খসড়া আদেশ পাঠানো হয়েছে। জিম্মি উদ্ধার ও হামাস ধ্বংসে আমাদের চাপ বাড়ছে।’

হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষে পরিকল্পনা বাস্তবায়নে যেতে পারে নেতানিয়াহুর সরকার।
এদিকে, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে তেল আবিব।

গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার হলেও, বর্তমানে এর অর্ধেকেরও বেশি—প্রায় ১৮৫ বর্গকিলোমিটার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশ্লেষকদের মতে, সম্পূর্ণ দখলের লক্ষ্যেই ইসরায়েলের নতুন সামরিক তৎপরতা।