চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে জুভেন্তাসের ঘরের মাঠে গিয়ে ২-১ হারতে হল রিয়াল মাদ্রিদকে৷
রিয়ালের হয়ে একমাত্র গোলটি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷আর এই গোলের সঙ্গেই লিওনেল মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি৷১১৪টি ম্যাচ খেলে রোনাল্ডো ৭৬টি গোল করে ফেললেন৷এর মধ্যে ৬২টি রিয়াল মাদ্রিদের হয়ে ও বাকি ১১টি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে৷পাশাপাশি এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১টি ম্যাচ খেলে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন তিনি৷শাখতার ডোনেৎস্কের লুইজ আদ্রিয়ানোর মতো রোনাল্ডোরও ন’টি গোল করা হয়ে গেল৷এছাড়াও আরও একটি রেকর্ড রোনাল্ডোর নামের সঙ্গে যুক্ত হল৷চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই নিয়ে ন’টি গোল হয়ে গেল রোনাল্ডোর৷এর আগে এই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের সেমিফাইনালে এত বেশি গোল করার রেকর্ড কারোর ছিল না৷সত্যিই রোনাল্ডো ও রেকর্ড এখন হাত ধরাধরি করেই চলে৷দল হারুক বা জিতুক রোনাল্ডো গোল করবেনই৷