সমালোচকদের একহাত নিলেন নুসরাত

SHARE

সমালোচনা আর নুসরাত জাহান যেন একইসঙ্গে হাঁটেন। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। বারবার সমালোচনার শিকারও হয়েছেন। তবে নেটিজেনদের কটাক্ষ নিয়ে মাথা ঘামান না অভিনেত্রী।

তিনি বাঁচেন নিজের ছন্দে। আপাতত ব্যস্ত রয়েছেন ‘আড়ি’ নিয়ে। সদ্যই মুক্তি পেয়েছে ছবিটি। তার মাঝে সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিলেন নুসরাত।

‘আড়ি’ কোন কোন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। সঙ্গে লিখেছেন, ‘কাউকে নিচে নামানোর জন্য কে কী বলছে, তাতে কিছু যায় আসে না। আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই। চমৎকার প্রতিক্রিয়া! অত্যন্ত কৃতজ্ঞ।

আপাতত নতুন ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। শুধু নুসরাতই নন, যশকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের অনেকেই।

‘আড়ি’ ছবির সবচেয়ে বড় চমক মৌসুমী চট্টোপাধ্যায়, যিনি প্রায় এক যুগ পর বাংলা ছবিতে অভিনয় করেছেন। শেষবার ২০১৩ সালের অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। ছবিতে আইটেম গানে দেখা গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’ যশ-নুসরাতের প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি। তাই এই ছবি নিয়ে যে যশ-নুসরাতের উন্মাদনা অনেক বেশি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।