২০২৪ সালে সামরিক ব্যয় ৬৫ শতাংশ বাড়িয়েছে ইসরায়েল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এই তথ্য জানিয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, গত বছর বৈশ্বিক সামরিক ব্যয় ২.৭২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ঠাণ্ডাযুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে বেশি বৃদ্ধি।
এসআইপিআরআই জানিয়েছে, ২০২৪ সালে ইসরায়েলের সামরিক ব্যয় ৪৬.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ৬৫ শতাংশ বৃদ্ধি — ‘১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর সবচেয়ে বড় বাৎসরিক বৃদ্ধি’।
এসআইপিআরআই আরো জানিয়েছে, ইসরায়েলের সামরিক ব্যয় জিডিপির ৮.৮ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
লেবাননের সামরিক ব্যয়ও ২০২৪ সালে ৫৮ শতাংশ বেড়েছে, যদিও তাদের মোট ব্যয় ইসরায়েলের তুলনায় অনেক কম ছিল — মাত্র ৬৩৫ মিলিয়ন ডলার।
এর বিপরীতে এসআইপিআরআই জানিয়েছে, ইরানের সামরিক ব্যয় ২০২৪ সালে ১০ শতাংশ কমে ৭.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তবে এটি হয়েছে আংশিকভাবে নিষেধাজ্ঞার কারণে।
এসআইপিআরআই-এর সামরিক ব্যয় ও অস্ত্র উৎপাদন কর্মসূচির গবেষক যুবাইদা করিম বলেন, যদিও ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সামরিক ব্যয় বাড়বে বলে আশা করা হচ্ছিল, তবে প্রকৃতপক্ষে বড় ধরনের বৃদ্ধি শুধু ইসরায়েল এবং লেবাননের ক্ষেত্রেই ঘটেছে।