টেস্টের প্রথম দিন চট্টগ্রামে টসে জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সফরকারীরা ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৮৯ রান।
নাহিদ রানার অনুপস্থিতিতে দলে অভিষেক হয় তরুণ পেসার তানজিম সাকিবের। নিজের অভিষেক টেস্টেই বাংলাদেশকে এনে দেন দিনের প্রথম সাফল্য।
১১তম ওভারে দলীয় ৪১ রানে ফেরান সিলেট টেস্টে দারুণ ব্যাট করা ব্রায়ান বেনেটকে। তবে ফেরার আগে চট্টগ্রামের মাঠে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছে বেনেট-বেন কারেন জুটি।
বোলিংয়ে এসেই সাফল্য এনে দিলেন তাইজুল ইসলাম। তার ভেতরে ঢোকা বল বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন বেন কারেন।
৫০ বল মোকাবেলায় ২১ রান করেন তিনি। এর আগে মেহেদী হাসান মিরাজের বলে একবার জীবন পেয়েছিলেন কারেন, কিন্তু এবার আর রক্ষা হয়নি।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ৫৩ বলে ৩২ করে অপরাজিত আছেন নিক ওয়েলচ, ৩২ বলে ৬ রান করে ক্রিজে শন উইলিয়ামস।