সিরিজের ফল নয়, ম্যাচে মনোযোগ জিম্বাবুয়ের

SHARE

সিলেটের রোমাঞ্চকর জয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে। স্বাভাবিকভাবেই তাই দুই টেস্টের সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারে। কিন্তু তা নয়, মাটিতেই পা রাখছে তারা। সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা জানানোর সময় ক্রেইগ আরভিন জানিয়েছেন, সিরিজের ফল নয়, ম্যাচে মনোযোগ তাদের।

আগামীকাল চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। শেষ টেস্ট নিয়ে আরভিন বলেছেন, ‘আমাদের বোঝা জরুরি যে, কোন প্রক্রিয়াগুলো আমাদের প্রথম টেস্ট জয় এনে দিয়েছে। ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে নিজেদের ওপর বাড়তি চাপ নেওয়া উচিত হবে না বা সিরিজ জয়ের প্রত্যাশায় অস্থির হওয়া ঠিক হবে না।’

শেষ টেস্টে ধাপে ধাপে এগোতে চান বলে জানিয়েছেন আরভিন।
জিম্বাবুয়ের অধিনায়ক বলেছেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবনা করা যাবে না।’

সিলেট টেস্টের জয় জিম্বাবুয়েকে আত্মবিশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন আরভিন।
তিনি বলেছেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে অবশ্যই একটা ভালো আবহ, পরিবেশ এবং আত্মবিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে দলের ভেতর একটা দারুণ অনুভূতি কাজ করছে।’