১৫ বছর বয়সী এক ভারতীয় কিশোরী প্রথমে কাউকে কিছু বলতে ভয় পেতেন না, কিন্তু ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। বিষয়টি বুঝতে পারেন তার মা। এর পরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ঘটেছে ভারতের চণ্ডীগড়ে।
ওই কিশোরী দশম শ্রেণীর ছাত্রী বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
যৌন নির্যাতনের শিকার ওই কিশোরী অভিযুক্ত মুস্তাকিম খানের অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন। পুলিশের মতে, মুস্তাকিম খান একাধিকবার তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। আর এ ঘটনা প্রকাশ করলে ভয়াবহ পরিণতি হবে বলেও ওই কিশোরীকে হুমকিও দেন মুস্তাকিম খান।
পরিবারের ভরণপোষণের জন্য ওই কিশোরী অভিযুক্ত মুস্তাকিম খানের অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন। হুমকির ভয়ে ওই কিশোরী চুপ হলে গেলেও তার মা বিষয়টি বুঝতে পারায় ঘটনাটি সবার সামনে আসে। এ ঘটনায় ভুক্তভোগী এবং তার পরিবারের বক্তব্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মুস্তাকিম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এফআইআর দায়েরের পরপরই পুলিশ খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।