পিএসএলে অন্য রকম দিন রিশাদের

SHARE

পিএসএলের প্রথম তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে নজর কাড়লেও চতুর্থ ম্যাচে রিশাদ পাননি সাফল্যের দেখা। ব্যাট হাতে ১৩ রান করলেও বল হাতে উইকেটশূন্য ছিলেন এই উদীয়মান অলরাউন্ডার।

গত রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রিশাদের দল লাহোর কালান্দার্স।

টস হেরে আগে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়।
রিশাদ ১৩ বলে ১৩ রান করেন, যা তার এবারের টুর্নামেন্টে প্রথম দুই অঙ্কের ইনিংস। আগের তিন ম্যাচে তিনি করেছিলেন ৩, ৩ ও ২ রান। এদিন তার ইনিংসে ছিল একটি ছক্কা ও একটি চার। তবে বড় শট খেলতে গিয়েই ফিরে যেতে হয় তাকে—আলজারি জোসেফের বল লং অনে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মোহাম্মদ হারিসের হাতে।

মাত্র ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পেশোয়ার জালমির ইনিংসের নবম ওভারে বল হাতে পান রিশাদ খান। তবে প্রত্যাশামতো বোলিং করতে পারেননি তিনি। প্রথম ওভারে একটি চারে ৭ রান এবং পরের ওভারে আরেকটি চারে ১১ রান দেন এই লেগস্পিনার। ফলে তাকে আর বোলিংয়ে আনা হয়নি।
তবে ততক্ষণে লাহোরের ম্যাচে ফেরার সম্ভাবনাও প্রায় শেষ। বাবর আজমের ৪২ বলে অপরাজিত ৫৬ ও সৌদ শাকিল তালাতের ৩৭ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ২০ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় পেশোয়ার জালমি।

৫ ম্যাচে এটি লাহোরের তৃতীয় হার।