২৫ রানে পিছিয়ে দিন শেষ বাংলাদেশের

SHARE

জিম্বাবুয়ে লিড পাওয়ায় দ্বিতীয় ইনিংস শুরু করতে নামার আগেই বাংলাদেশি ব্যাটাদের ঘাড়ে পড়েছে রানের চাপ। ৮২ রানের লিড শোধ দিয়ে আবার প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যও দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

সেই লক্ষ্য নিয়ে সিলেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় খাতায় ১৩ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম।
প্রথম ইনিংসে ১২ রান করা সাদমান দ্বিতীয় ইনিংসে করেছেন ৪ রান। ব্লেসিং মুজারাবানির করা অফ স্ট্যাম্পের বল খোঁজা মারতে গিয়ে স্লিপে দাঁড়ানো শন উইলিয়ামসকে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার।

ওপেনিং সঙ্গী ফিরলেও দিন শেষে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। জয়ের কপালটা অবশ্য ভালো।
কেননা দুইবার ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেছেন তিনি। ব্যক্তিগত ৬ রানের সময় নিয়াশা মায়াভোকে সহজ ক্যাচ দিলেও তা তালুবন্দি করতে তো পারেননি উইকেটরক্ষক, উল্টো চার পেয়েছেন জয়।

পরেরবারও জীবন পাওয়ার সঙ্গে চার পেয়েছেন জয়। এবার ব্যাকওয়ার্ড পয়েন্টের তার ক্যাচ ছেড়েছেন বেন কারান।
ক্যাচটা অবশ্য কঠিন ছিল জিম্বাবুয়ের ওপেনারে জন্য। কেননা জয়ের কাট শটে গতি এবং হাই হওয়ায় কারানের হাত স্পর্শ করলেও দ্রুত বাউন্ডিরেতে চলে যায়। দুইবার জীবন পেয়ে পরে ২৮ রানে অপরাজিত আছেন ২৪ বয়সী ব্যাটার।

আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরুর সময় জয়কে সঙ্গ দেবেন মমিনুল হক। প্রথম ইনিংসে ফিফটি করা মমিনুল আজ ১৫ রান করে অপরাজিত আছেন।
দিন শেষে দুজনের জুটি দাঁড়িয়েছে ৪৪ রানের। ১ উইকেটে ৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করায় জিম্বাবুয়ের থেকে এখনো ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের ১৯১ রানের বিপরীতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছে ২৭৩ রান। প্রতিপক্ষের হয়ে জোড়া ফিফটি করেছেন ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামস। ওপেনার বেনেটের ৫৭ রানের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন উইলিয়ামস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালের পর ঘরে মাঠে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ১১তম বারের মতো এই কীর্তি গড়লেন বাংলাদেশি অলরাউন্ডার।