ওমরাহ করতে মক্কায় ক্যান্সার আক্রান্ত হিনা

SHARE

স্তন ক্যান্সারের তৃতীয় ধাপে লড়ছেন হিনা খান। চলছে কেমোথেরাপি। তবুও অদম্য মনের জোর। মানসিক শক্তি এতটুকুও টলেনি তার।
তাই অসুস্থ শরীরেও মক্কায় অভিনেত্রী।

পবিত্র রমজান মাসে ওমরাহ করার ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে কমপক্ষে ২০টি ছবি শেয়ার করেছেন হিনা খান। লেখেন, “আলহামদুলিল্লাহ, ওমরাহ ২০২৫।
আল্লাহ ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।”

ওই ছবির অ্যালবামে ছিল একটি মিরর সেলফিও।
হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, “ওমরাহর জন্য সব প্রস্তুতি শেষ।” চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, “শান্তি।”

ছোটপর্দায় ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলেতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা খানের। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের ড্রয়িংরুমে পৌঁছে যান।
তারপর ‘খাতরো কি খিলাড়ি সিজন ৮’ এবং ‘বিগ বস ১১’-এ যোগ দেন।

হঠাৎ গত বছরের জুনে সবাইকে দুঃসংবাদ দেন অভিনেত্রী। গুঞ্জনে সিলমোহর দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় স্টেজে আছেন তিনি। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, তা-ও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বরাবরই শারীরিক পরিস্থিতির আপডেট নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।