দিনাজপুরে ৯ মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরল রেল স্টেশন মাস্টার মো. রায়হানুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা নারায়ণ এই তথ্য নিশ্চিত করেন।
তারা বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থলসীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টায় এসে পৌঁছায়।
পণ্য খালাসের পর পুনরায় ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।
কাস্টমস ও ভ্যাট এক্সাইজ এবং বিরল রেল স্টেশনের একটি সূত্র জানায়, গত বছরের ২৪ মে সর্বশেষ ভারত থেকে পণ্য নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে। এরপর ২০ ফেব্রুয়ারি বিকেলে এই ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌঁছে। ৪৬টি ওয়াগনে চীনা মাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) আমদানি করা হয়েছে বলে জানা যায়।
ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। সেগুলো হলো- রাধিকাপুর- বিরল, গেদে-দর্শনা, পেট্রাপোল ও বেনাপোল। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, রেলপথে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টন পণ্য বাংলাদেশে এসেছে।