দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলা ভাষার চর্চা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভালো মানের পাঠ্যপুস্তক, প্রবন্ধ, গবেষণা জার্নাল খুবই কম। এতে শিক্ষার্থীদের নিজ ভাষায় জ্ঞান অর্জন ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো কঠিন।
দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলা ভাষার চর্চা বেশ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতীয় ঐক্য, সমান সুযোগ নিশ্চিত এবং সব ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান করে। সরকার বহুভাষার প্রচার, বিপন্ন ভাষা সংরক্ষণ এবং ভাষাগত বৈচিত্র্য নিশ্চিত করার পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছে।
মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদেশি নাগরিক ও কূটনীতিকরা।