মাওনা ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

SHARE

hasinaaগাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় নবনির্মিত মাওনা ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্লাইওভারটি উদ্বোধন করতে শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছেন তিনি। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।

এরপর প্রধানমন্ত্রী মাওনার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজধানী থেকে ৬০ কিলোমিটার উত্তরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ৭০ কোটি টাকা ব্যয়ে ৪৫০ মিটার দীর্ঘ মূল উড়ালসেতু এবং আরো ৪৫০ মিটার অ্যাপ্রোচ সড়কসহ এ ফ্লাইওভারটি নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে মাওনা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে সরকারের ব্যয় হয় ৯৯২ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইউসিবির তদারকিতে দেশের শীর্ষস্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড ফ্লাইওভারটি নির্মাণ করেছে। নির্ধারিত সময়ের তিন মাস আগে সেনাবাহিনী মাওনা ফ্লাইওভারের কাজ সম্পন্ন করেছে।