বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। ২৮ মে ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আতাউল হক ২৮ মে পুনরায় চাজ শুনানির জন্য দিন ধার্য করেন।
কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির না করায় এই সময় আবেদন করা হয়।
মামলাটিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, দলের নেতা নূরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার পলাতক। বাস ড্রাইভার সোহেল মিয়া ও কন্ডাকটর মোঃ জসীম কারাগারে আছেন।
২০১৪ সালের ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করেন দ্রুত বিচার আইনে তেজগাঁও থানা পুলিশ।
এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বাররে বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথম চার্জশিটে আব্দুল জব্বারকে সম্পূর্ণ নাম ঠিকানা না পাওয়ায় অব্যাহতি দেয়া হয়েছিল।
২০১৪ সালের ১৬ মে ফখরুল ইসলামসহ ৩৩ আসামি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।