সাভারে ২০০ কেজি জাটকা আটক

SHARE

savarসাভারে একটি মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে সাভারের ফুলবাড়িয়া মৎস্য আড়তে অভিযানটি চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার নির্দেশে উপজেলা সিনিওয়র মৎস্য কর্মকর্তা মো.সলিমুল্লাহ্ অভিযানটি পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বাজারে প্রচুর পরিমান জাটকা  বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ২০০ কেজি জাটকা  জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ্ বলেন, “জাটকা বিক্রি বন্ধে  নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

আগামী জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।