স্ত্রীর নাকে কামড় দেওয়ায় যুবকের জেল

SHARE
kamorমদ্যপ অবস্থায় স্ত্রীর নাকে কামড় দেওয়ায় স্বামীকে দেওয়া দণ্ড ও জরিমানার রায় বহাল রেখেছেন ভারতের একটি আদালত।
এবিপি আনন্দ বুধবার এক প্রতিবেদনে জানায়, দিল্লিতে ২০১১ সালের ১৫ মে মদ্যপ অবস্থায় রাগের মাথায় নিজের স্ত্রীর নাক কামড়ে দেন মহেশ সিংহ। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মামলার পর দিল্লির এক ম্যাজিস্ট্রেট আদালত ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই রায় চ্যালেঞ্জ করে মহেশ সিংহ দিল্লির এক নগর ও দায়রা আদালতে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানান।
রায় পুনর্বিবেচনার বিষয়ে বুধবার আদালত ঘোষণা করেন, মহেশ সিংহের বিরুদ্ধে এক বছরের জন্য কারাদণ্ড বহাল থাকবে, সঙ্গে তাকে ক্ষতিপূরণ বাবদ হাজার টাকাও দিতে হবে।