আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে সব দলের জন্য সমান পরিবেশ তৈরিসহ ১০দফা দাবি নিয়ে আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনে যাচ্ছে বি্নপির প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ ও জমির উদ্দিন সরকার।
বিএনপির বর্তমান ১০ দফা দাবির মধ্যে রয়েছে- দলটির সিনিয়র নেতাসহ বিরোধীপক্ষের সকল নেতাকর্মীদের মুক্তি দেয়া, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়কে সরকারি অবরোধমুক্ত রাখা যাতে করে নেতাকর্মীরা স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারে, নির্বাচনের আগে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের জামিন পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।
এর বাইরে রয়েছে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর রাজনৈতিক অফিসগুলো খুলে দেয়া এবং যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং করবেন- তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও।
এর আগে গত বুধবার বিএনপি সমর্থিত ‘শত নাগরিক’কমিটির একটি প্রতিনিধি দল ৬ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল। তখন তাদের দাবির মধ্যে অন্যতম ছিল- জামিনযোগ্য মামলায় নেতাকর্মীদের জামিন দেয়া, দলীয় কার্যালয় খুলে দেয়া ও সব পক্ষের প্রার্থীদের সমান সুযোগ দেয়া।