গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে মার্কিন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারের নিউইয়র্ক সিটির বাড়ির বাইরে বিক্ষোভ হয়েছে। এসময় সেখান থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে বলা জানা গেছে।
ইহুদি ভয়েস ফর পিস অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, শুক্রবার গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ নিউইয়র্কে একটি সমাবেশে যোগ দিয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রেস অফিস জানিয়েছে অনেককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্রেফতারের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা।
এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইসরায়েল ও হামাসের মধ্যে যুুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এসময় তিনি চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।
এদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল-জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।