আবারও ব্লুফিন-২১ যোগে খোঁজা হবে ভুলে যাওয়া এমএইচ৩৭০

SHARE

প্রায় ১ মাস সারা পৃথিবীতে আলোড়ন তোলার পর মালয়েশিয়ার নিখোঁজ বিমান ফ্লাইট নং-এমএইচ৩৭০’র কথা যখন অ-ভুক্তভোগী সাধারণ মানুষ ভুলতে বসেছে, তখন অস্ট্রেলিয়া আবারও অনুসন্ধানী স্বয়ংক্রীয় যান পাঠাতে চলে ভারত মহাসাগরে।

 image_92572_0
সর্বশেষ এপ্রিল মাসে সাগরের যে অংশে চারটি সক্রীয় তরঙ্গসংকেত অল্প সময়ের জন্যে পাওয়া গিয়েছিল, সে সকল স্থানেই পুনরায় অনুসন্ধান চালাতে চলেছে অস্ট্রেলীয় অনুসন্ধানী দল।
অনুসন্ধানী দল জয়েন্ট অ্যাজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি)- এর প্রধান এয়ার চীফ মার্শাল অ্যাঙ্গুজ হাউস্টনের ভাষ্য অনুযায়ী- যদিও অনুসন্ধানে কোন চূড়ান্ত ফল মেলেনি, তারপরও তিনি নিশ্চিত ভারত মহাসাগরের ঐ চিহ্নিত দক্ষিণ করিডোরই সেই জায়গা, যেখানে খোঁজ মিলবে নিখোঁজ এমএইচ৩৭০’র।  কারণ নিখোঁজ বিমানের গতিপথ মালাক্কা প্রণালী থেকে বাঁ দিকে বেঁকে গিয়েছিল।
এপ্রিলে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল লিয়ারমন্থ থেকে আরও পশ্চিমে ১০৬০ কিলোমিটার থেকে ২১০০ কিলোমিটার এর মধ্যে প্রায় ২ লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিমানের অনুসন্ধানী অভিযান চালানো হয়েছিল।
অ্যাঙ্গুজ হাউস্টন জানান, ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সেই করিডোরে আবারও ব্লুফিন ২১কেই নামানো হবে। যদিও প্রায় ৪ হাজার ফুট গভীরে যেতে সক্ষম স্বনিয়ন্ত্রিত সাবমেরিনটি ইতোপূর্বে ব্যর্থ হয়েছিল, তবু এবার তাকে ব্যবহারেই সাফল্যের সম্ভাবনা দেখতে চাইছে অস্ট্রেলীয় অনুসন্ধানী দলটি।
চলতি বছরের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান এমএইচ৩৭০ ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগর অতিক্রম করার সময় হারিয়ে যায়।