১ এপ্রিল থেকেই এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

SHARE

nahid30শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামীতে হরতাল-অবরোধের মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। সকল বাধা বিপত্তি মোকাবিলা করে আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যথা সময়েই এই পরীক্ষা সম্পন্ন হবে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরীক্ষার্থীদের সবধরনের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরীক্ষা না নেওয়া ছাড়া কোনো বিকল্প পথও আর নেই। বিভিন্ন মহল থেকে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের ওপর চাপ রয়েছে। আর হরতাল-অবরোধ বলতে এখন কিছু নেই, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে।