সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রাখার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে যত নির্বাচন হবে, সবকটি নির্বাচনেই বিএনপি অংশ গ্রহণ করবে।
রোববার সচিবালয়ে ভিয়েতনামের ভাইস মিনিস্টার হোয়াং কোক এর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
তোফায়েল বলেন, আমার বিশ্বাস বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া তাদের আর কোনো উপায় নেই। কারণ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছে আশাকরি সেই ভুলের পুনরাবৃওি আর করবে না।
আন্দোলনের নামে বিএনপি-জাময়াত যে নাশকতা করছে, তা সাধারণ মানুষ সমর্থন করে না দাবি করে মন্ত্রী বলেন, দেশের জনগণ এখন হরতালের মত ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করে না। এখন সময় হয়েছে রাজনৈতিক দলেগুলোর বিকল্প কর্মসূচির কথা চিন্তা ভাবনা করা।
সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাই তারা (বিএনপি) সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করুক । গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে ।