সমর্থকদের কাছে মাশরাফির দুঃখ প্রকাশ

SHARE
mashrafi210বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘জানি, দেশের সবাই আশা করেছিল ভারতের সঙ্গে ওই ম্যাচটি জেতার জন্য। আমরাও চেষ্টা করেছিলাম; কিন্তু যে কারণেই হোক, সেটা পারিনি। তাই সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি সামনের সিরিজগুলোতে আমরা আরও ভালো করব।’
শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবধর্নায় এ কথা বলেন তিনি।
যেখানে প্রবাসী বাংলাদেশিদের পেয়ে মেলবোর্নের সঙ্গে তার সম্পর্কের গভীরতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মেলবোর্নে আমার অনেক স্মৃতি আছে। এই শহরের সঙ্গে আমার অনেক দিনের চেনাজানা। প্রথম ২০০৩ সালে এখানে এসে হাঁটুতে অপারেশন করাই। এরপর বহুবার আসতে হয়েছে চিকিৎসার জন্য। তখন ঠিকভাবে হাঁটতেই পারতাম না, তাই ঘুরে দেখা হয়নি মেলবোর্নকে। এবার এসে দেখেছি তাকে, কিন্তু মেলবোর্ন আমাকে দেখেনি…।’
তিনি বলেন, ‘এবার আমরা পুরো টিম খেলতে এসেছি। তবে আপানাদের কোনো জয়ের স্বাদ দিতে পারিনি। সত্যি কথা বলতে কি খুব ইচ্ছে ছিল, আমাদের বিশ্বাস ছিল হয়তোবা পারবো, কিন্তু আমরা পারিনি। তবে আমরা অনেক কিছু অর্জন করেছি। আপনাদের কাছে আমি খুবই দুঃখিত, আমরা হয়তোবা আরেকটু ভালো খেলতে পারতাম।’
মাশরাফি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি গর্ববোধ করছি, কারণ এতো ভালো একটা টিম আমরা দাঁড় করাতে পেরেছি। খুব পেশাদারিত্বের সঙ্গে আমরা খেলছি। পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। আমাদের দুটি দেশের সঙ্গে জেতা খুবই জরুরি ছিল, আমরা জিততে পেরেছি। ইংল্যান্ডের সঙ্গে আমরা জিতেছি। দুর্ভাগ্যবশত আমরা নিউজিল্যান্ডের সঙ্গে খুব ভালো খেলেও হেরে গেছি। আসলে পুরো বিশ্বকাপটা আমাদের জন্য বিশাল অভিজ্ঞতা ছিল। বিশেষ করে ২০০৮ সালের পর থেকে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ পায়নি। এখানের কন্ডিশন-আবহাওয়া সবকিছুই একটা ব্যাপার ছিল আমাদের আসার আগে। তারপর এ টিমে অধিকাংশ খেলোয়াড়ই কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে। এ টিমে ৯ জন খেলোয়াড় আছে যাদের বিশ্বকাপ অভিজ্ঞতা নেই। সেই কারণে একটু কঠিনই ছিল, কিন্তু আমি টিমের সবাইকে ধন্যবাদ জানাই; তারা এ আবহাওয়া ও উইকেটে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে।’
দর্শকদের উদ্দেশে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বলেন, ‘আমি আশা করি এরপর আমাদের অনেক ভালো সিরিজ আছে বাংলাদেশে। আমরা যেভাবে এখানে পারফর্ম করেছি, যে পজেটিভ জিনিসগুলো পেয়েছি- আশা করি সবাই এটা কাজে লাগাবে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য।’
মেলবোর্ন প্রবাসীদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘মেলবোর্নে আসার পর থেকে আমরা সবসময়ই সমর্থন পেয়ে এসেছি। মাঠে অনেক ইন্ডিয়ান সমর্থক ছিল তার ভেতরে আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশকে, অনেক পতাকা দেখতে পেয়েছি। শুধু মেলবোর্নের কথা বললে অন্যায় হবে। সব দর্শককে ধন্যবাদ। আশা করি আপনারা এভাবেই আমাদের সমর্থন দিয়ে যাবেন। আমরাও চেষ্টা করবো দেশের জন্য সেরাটা খেলার।’